কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় সাত মাসের গর্ভবতী এক নারীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ শাহাদৎ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত যুবক হলো উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত সইজুদ্দিনের ছেলে শাহাদৎ হোসেন (২৬)।
পুুলিশ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। পুলিশ গর্ভবতী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও গর্ভবতী নারীর পরিবারের সদস্যরা জানান, ওই নারী তার স্বামীকে নিয়ে বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়ীর একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাড়ীওয়ালা শাহাদৎ হোসেন ওই নারীকে দীর্ঘদিন ধরে নানাভাবে কুপ্রস্তাব দেয়। এতে ওই নারী রাজি না হওয়ায় সোমবার রাতে স্বামী বাসায় না থাকায় তার কক্ষে ঢুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। রাতে স্বামী বাসায় ফিরে আসলে গর্ভবতী নারী ঘটনাটি স্বামীকে খুলে বলেন। নারীর স্বামী বিষয়টি রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে শাহাদৎ হোসেন ক্ষিপ্ত হয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য গালিগালাজ করে। এসময় স্থানীয়রা থানায় মামলার পরামর্শ দিলে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করেন।
গর্ভবতী নারীর স্বামী বলেন, আমার স্ত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তিনি কয়েকবার মারতে আসেন। পরে নানা ভয়ভীতি দেখিয়ে ভাড়া বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেন।
মৌচাক পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ওসি সেলিম হোসেন বলেন, এ ঘটনায় গর্ভবতী নারীর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গর্ভবর্তী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।