আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ১১ জন মাদকসেবীকে আটক করে পুলিশে সোর্পদ করায় প্রশংসায় ভাসছে গ্রামের যুব সমাজ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ এপ্রিল) উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে।
জানা যায়, আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া গ্রামে সাম্প্রতিক সময়ে মাদকসেবীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে থাকে। এতে করে একদিকে গ্রামের ভাবমূর্তি ক্ষুন্ন হতে থাকে, অপরদিকে মাদকাসক্তরা চুরিতে জড়িয়ে পড়ায় গ্রাম জুড়ে ছেচরা চোরের উপদ্রপ বৃদ্ধি পেতে থাকে। ফলে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠত হয়ে উঠে। এদিকে গ্রামের চুরি ঠেকাতে ও মাদক নির্মুলে উদ্যোগ নেন গ্রামের যুবসমাজ। এরই অংশ হিসেবে গতকাল বুধবার তারা ওই গ্রামের ১১ জন মাদকাসক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হলো- ভরতেঁতুলিয়া গ্রামের তৌহিদুল ইসলাম (৩৬), রাজিব (২৮),রাজু (৩০), কাওছার প্রাং (২২), ইফতেখার আলী বিলাশ (২৯), আব্দুস ছালাম (৪২), ঝন্টু হাওলাদার (৩২), জনি প্রাং (২৭), আব্দুর রহামন সরদার (২৭), বাবু খন্দকার (৪৫) ও বাচ্চু (৩৭)।
পরে পুলিশ তাদেরকে ইউএনও কার্যালয়ে নিয়ে গেলে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইফতেখার আলী বিলাশকে এক বছর, বাবু ও বাচ্চুসহ তিনজনকে তিন মাস এবং অপর সাতজনকে ছয় মাস করে কারাদন্ডের আদেশ দেন।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, ভরতেঁতুলিয়া গ্রামের ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এদিকে এমন একটি মহতি উদ্যোগ নেওয়ায় গ্রামের যুবসমাজ এলাকা জুড়ে প্রশংসায় ভাসছে।