ঢাকা
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৫

বাঁশখালীতে কৃষকদের সাথে বিদেশি কৃষি বিশেষজ্ঞ টিমের মতবিনিময়

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীতে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কমপেটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর মাঠ কার্যক্রম পরিদর্শন শেষে কৃষকদের সাথে মতবিনিময় করেন বিদেশি কৃষি বিশেষজ্ঞ টিম। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে মূল‍্যয়ন টিমের সদস্যগণ প্রকল্পের সুবিধাভোগী কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উচ্চমূল্যের ফসল আবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রশিক্ষণের প্রভাব, বাজার সংযোগ বৃদ্ধিতে কর্মপরিকল্পনা ঠিক করা এবং উচ্চমূল্য ফসল চাষে কৃষককে উৎসাহিতকরণের ওপর জোর দেয়া হয়।

এর পূর্বে সাধনপুর বিএডিসি কর্তৃক নির্মিত আর্টেশিয়ান কুপ ও কুল বাগান সম্প্রসারণ পরিদর্শন করেন। বৈলছড়ীতে কৃষক ব্যবসায়ী স্কুল এর ওপর প্রশিক্ষিত কৃষক দ্বারা কৃষি পণ্য কিভাবে লাভজনকভাবে বাজারজাত করা যায় তার চাক্ষুষ প্রদর্শনী স্থাপন এবং কৃষি বিপণন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত নার্সারী ম্যান কোকোপিঠে আধুনিক পদ্ধতিতে কিভাবে চারা উৎপাদন করা যায় সেটা প্রদর্শন করেন। পরবর্তীতে শীলকূপে বিএডিসি কর্তৃক বামের ছড়া খনন, পাইপ স্থাপন এবং ফুট ওভারব্রিজ কিভাবে এলাকার কৃষকদের সারা বছরব্যাপী পানি সরবরাহের মাধ্যমে উচ্চমূল্যের সবজী, ফল চাষ করছেন সেটা পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ টিমের মিশন টেকনিক্যাল লিডার মি. কিস ব্লক, আইএফএডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি.ভ্যালান্টাইন আচাঞ্চো, কান্ট্রি প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাবিল রহমান, লিঙ্গ ও সামাজিক অন্তর্ভুক্তি কর্মকর্তা মিসেস নিষ্ঠা বশিষ্ঠ, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিশেষজ্ঞ ড. সাইফুল ইসলাম, এসএসিপির প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ এমদাদুল হক।

এ ছাড়াও মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা ওসমান গনি সিদ্দিকী, টিপু কুমার নাথ, মানষী বড়ুয়া, উত্তম কুমার দত্ত, উজ্জ্বল বাবু, মৃদুল কান্তি বড়ুয়া, কলিম উল্লাহ ফারুকী, লিজা, এস্তেহারা, রাসেল, মোহিন, বিকাশ সেন, মনছুর হোসেন, মোহসেন বলীসহ সংশ্লিষ্ট ব্লকের উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ।

মাঠ কার্যক্রম পরিদর্শনে বিশেষজ্ঞ টিমের সদস্যগণ এই সকল প্রদর্শনী দেখে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন এবং কৃষকদের সৃজনশীল কাজের প্রশংসা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram