স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও লক্ষাধিক টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফ পাড়া থেকে ১০ কেজি গাঁজাসহ সোনিয়া বেগমকে এবং নকড়িরচর এলাকা থেকে ১ কেজি গাঁজা ও ১ লাখ ৫ হাজার টাকাসহ মোঃ ওবায়দুলকে গ্রেফতার করা হয়। এরা দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ-এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এদের নামে মাদকদ্রব্য আইনে মামলা করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।