মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ডের আদেশ দেন।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় মহীউদ্দিনকে। মামলার তদন্ত কর্মকর্তা তার সাতদিনের রিমান্ড আবেদন করেন। একইসঙ্গে জামিন আবেদন করেন আওয়ামী নেতার আইনজীবীরা। শুনানি শেষে আদালত প্রাথমিক তদন্তের স্বার্থে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ৮ এপ্রিল মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান গোলাম মহীউদ্দিন। আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
সদর থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি মামলা ও জেলা বিএনপির অফিস ভাঙচুরসহ চার মামলার আসামি তিনি।