যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার রুপদিয়া ঘোড়াগাছি এলাকায় অবস্থিত আফিল লেয়ার ফার্মের একটি শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই শেডজুড়ে ছড়িয়ে পড়ে।
আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, আগুনে শেডের ভিতরে থাকা প্রায় ৫০ হাজার মুরগি ও অত্যাধুনিক মেশিনারিজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে যশোর ও মনিরামপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে।
এটি একটি পরিবেশ নিয়ন্ত্রিত ফার্ম হওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ফার্মটির ১৭টি শেডে মোট ৭ লাখ মুরগি রয়েছে এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ডিম উৎপাদিত হয়।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।