চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, ২৪ এর জুলাই-আগষ্টে ছাত্রজনতার রক্তের বিনিময়ে দেশ স্বাধীনের ৫০ বছর পর আমরা আবারও একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আজ শুক্রবার সকালে চৌগাছায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময়ে নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আমরা সকলে জনগণের সেবক, মানুষ আমাদের নিকট সেবা নিতে এসে যেন কোনভাবে বঞ্চিত না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।
চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে এখানে মাদকের কারবার চলে উল্লেখ করে তিনি বলেন, এ জনপদে শিক্ষার হার খুবই কম, তাই আপনারা সকলে মিলে শিক্ষার হার বৃদ্ধি করুন, দেখবেন এক সময় সমাজ হতে মাদক নির্মূল হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ, সরকারি জামাতের সেক্রেটারি মোঃ কামাল আহমেদ, মোঃ রহিদুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ চৌগাছা শাখার সাবেক কমান্ডার রুহুল আমিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চৌগাছা শাখার মুখপাত্র ইয়াছিন আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সুধিজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।