নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ আমেনা হত্যা মামলা রুজু হওয়ার ৮ ঘন্টার মধ্যে মো.এনামুল হক (৪১) নামের এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৬টার দিকে জেলার করটিয়া বাজার থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়। সে আমেনা বেগমকে হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সকাল সাড়ে ১০ টায় থানা চত্বরে প্রেসব্রিফিং করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকির হোসেন। তিনি জানান, গত প্রায় আট বছর ধরে কুড়িগ্রাম জেলার সদর থানার যোগাদহ গ্রামের মো.হয়রত আলীর ছেলে আসামি মো.এনামুল হক কালিয়া ইউনিয়নের পূর্ব ঘোনারচালা এলাকার মো.দুলাল হোসেনের বাড়িতে থেকে কাজ করতেন। দীর্ঘদিন থাকার সুবাদে নিহত আমেনার সঙ্গে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তাদের মধ্যে প্রেমের সর্ম্পক নিয়েই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে আসামি এনামুল হক বলেছে। তবে অধিকতর তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও ওসি জানান।
তবে এ ব্যাপারে নিহতের ছেলে পারভেজ আহমেদ আসামির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, খুনি আমার মাকে হত্যা করে এখন আবার আমার মায়ের সম্মানহানি করছে। আমি খুনির ফাঁসি চাই।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে (১৭ মার্চ) বাড়ির পাশের ধান ক্ষেত থেকে আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার সৌদি আরব প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। এ ব্যাপারে নিহতের মেয়ে লিতু আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ ওই বিকেলেই আসামিকে গ্রেফতার করে।