সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ নেতাকে প্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ আইনে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির হোসেন (দুর্লভ) (৪২), বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম (৩৬), দিঘলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম (৪৪)।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, গত ১৩ আগষ্ট দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভাংচুর চালিয়ে আগুন দেওয়া হয়। এই ঘটনায় বিশেষ আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।