মোহাম্মদ শাহেদ হোসেন রানা,রামগড়(খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় ২নং পাতাছড়া ইউনিয়নের রসুলপুর এলাকার বাসিন্দা গত জুলাই ৫ আগস্ট বিপ্লবে শহীদ হওয়া মো.আব্দুল মজিদের পরিবারের মাঝে ১০লক্ষ টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
শনিবার (২৯ মার্চ) দুপুরে তিনি নিহত শহীদ আবদুল মজিদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন। পরে তিনি শহীদ মজিদের পিতা এবং উত্তরাধিকারী মজিদের মাতা মনোয়ার বেগমের হাতে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্রের চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হোসেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মো.মাসুম মামুন, ইকবাল হোসেন সহ এলাকার নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগন প্রমূখ।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহত শহীদ পরিবারকে সরকার ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র চেক প্রদান করবেন। তাঁরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলায় নিহত একমাত্র শহীদ মজিদের পরিবারকে আজ প্রথম ধাপের ১০লক্ষ টাকার সঞ্চয়পত্রের চেক হস্তান্তর করা হয়েছে। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ২০লক্ষ টাকার চেক হস্তান্তর করা হবে বলে জানান তিনি। এবং শহীদ মজিদের পরিবারের প্রতি জেলা প্রশাসনের সহোযোগিতা অব্যাহত থাকবে।