সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোঃ শাকিল আহম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযুক্ত শাকিল ওই কিশোরীকে তার নিজ ভাড়া বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।
গ্রেপ্তার মোঃ শাকিল আহম্মেদ (২০) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের পশ্চিম কাঠালতলী এলাকার মোঃ খায়রুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক অসচ্ছলতা ও মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে স্থানীয় একটি বেকারীতে শ্রমিকের কাজ করতেন কিশোরীর বাবা। সেই বেকারী মালিকের বাড়িতেই ভাড়ায় থাকতেন কিশোরীর পরিবার। স্কুল যাওয়া-আসার পথে বাড়ির মালিকের ছেলে শাকিল দীর্ঘদিন থেকে কিশোরীকে রাস্তায় পেয়ে প্রেমের প্রস্তাব দিত। পরিকল্পনার অংশ হিসেবে বুধবার রাতে অভিযুক্ত শাকিল ওৎ পেতে থাকে। মধ্যরাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তখন তাকে অপহরণ করা হয়। রাতেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অবগত করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান পরিচালনা করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শাকিলকে আসামি করে দীঘিনালা থানায় একটি অপহরণ মামলা করেন। ওই কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।’
ওসি মো. জাকারিয়া আরো বলেন, ‘এ ঘটনায় সকালে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এবং ভিকটিম কিশোরীকে উদ্ধারের পর জবানবন্ধি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।’