মোহাম্মদ ইয়ালিদ, চট্টগ্রাম নগর প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ওয়ার্লেস এলাকায় নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগার উদ্যোগে প্রায় ২ সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১৮ই মার্চ) বন্দর নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত কর্মসূচির আয়োজক নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা'র সভাপতিত্বে দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে অসহায় মানুষদের হাতে এই উপহার তুলে দেন জনতার মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতা ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের সমবসময় এই ধরনের চর্চা চালিয়ে যাওয়া উচিত। এমন হলে কোনো অসহায় ও দারিদ্র জনগোষ্ঠী কখনো না খেয়ে থাকবে না। আমাদের আশেপাশের পরিবেশ সবসময় সুন্দর রাখতে হবে, সেক্ষেত্রে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যপারে সকলকে দায়িত্বশীল নজর রাখার আহবান জানাচ্ছি। এছাড়াও তিনি সেখানে উপস্থিত এলাকার দলীয় সকল নেতৃবৃন্দকে ওয়াকিল হোসেন বগার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা প্রদান করেন।
খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোয়াজ্জেম হোসেন রানা ও পাহাড়তলী কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত উক্ত কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, পাহাড়তলী কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহাবুদ্দিন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোঃ মনির হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রকি হোসেন পিচ্চি। এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড ও থানা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।