গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় চাঁদাবাজির অভিযোগে ৩ যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
আটকৃতরা হলেন, গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাব্বি হোসেন, একই এলাকার সাদ্দাত আলীর ছেলে মো. রাসেল মিয়া ও আব্দুল কালামের ছেলে মোহাম্মদ রিপন হোসেন। এরমধ্যে মো. রিপন হোসেন সিন্ধুকছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি, মো. রাসেল মিয়া সাধারণ সম্পাদক ও মো. রাব্বি হোসেন ছাত্রদলের নেতা।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, সোমবার বিকেলে জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি জিরো পয়েন্ট এলাকায় চাঁদাবাজিকালে চাঁদার রশিদ ও নগদ অর্থসহ তাদের আটক করে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুরছড়ি জোনের টহলরত সেনা সদস্যরা। পরে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে নগদ টাকাসহ আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
অবশ্য গুইমারা বিএনপি‘র সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘তারা সিন্ধুকছড়ি বাজারের ইজারার টাকা তুলছিল। চাঁদাবাজির অভিযোগ ঠিক নয়। ইজারার রশিদ বই ওসির কাছে জমা আছে।’
গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটককৃতদের নামে এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাই চাঁদাবাজি আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।