জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড ফাঁকা গোলা এবং ৩টি দেশীয় অস্ত্রসহ ১ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (১৭ মার্চ) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামিরাঘোনা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নেওয়ার সংবাদে রবিবার বিকালে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের একটি চৌকস দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গোলাবর্ষণ শুরু করে।
এসময় কোস্টগার্ডের অভিযানিক দল প্রথমে ফাঁকা গোলা বর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুনরায় এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করলে কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম (৩২) পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে অভিযানিক দল ঘটনাস্থল হতে আহত ডাকাত আটক ও আগ্নেয়াস্ত্র-তাজা গুলি উদ্ধার করে। আহত ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।