ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৮
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি) এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সনাকের সহ সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য কায়েদ উয জামান, রফিকুজ্জামান মল্লিক, উদীচী জেলা সংসদের সহ সভাপতি গৌতম সিংহ সাহা, ইয়েস গ্রুপের দলনেতা শাকিফ ভূইয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে ন্যায় বিচার বাধাগ্রস্থ হওয়ায় সমাজে নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাজের অর্ধেক নারী জনগোষ্ঠী আজ ভীত, তারা নির্বিঘ্নে ও নিরাপদে ঘরের বাইরে যেতে পারছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে নারীদের নিরাপত্তা প্রদান এবং নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান বক্তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram