ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৩
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

দেশের গণমাধ্যম গুলো এখন পরিপূর্ণ স্বাধীন: রেলওয়ে জার্নালিস্টের ইফতার মাহফিলে বক্তারা

মাজহারুল ইসলাম রানা, চট্টগ্রাম নগর প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের (আরজেএ) ইফতার মাহফিল। শনিবার চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এস আর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। এতে ইফতার আয়োজন পরিণত হয় মিলনমেলায়।

সংগঠনের সভাপতি এস এম পিন্টুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য গিয়াস উদ্দিন লিটনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন জ্যৈষ্ঠ সাংবাদিক ফারুক ইকবাল, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আবুল মনসুর, জ্যৈষ্ঠ সাংবাদিক জোবায়ের সিদ্দিকী, মুজাহিদুল ইসলাম, আইয়ুব আলী, কামাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজ এর বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ, কামাল পারভেজ, নুরুল আমিন মিন্টু, নগর বিএনপি নেতা ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান, ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিআরইএল চট্টগ্রাম সভাপতি সেলিম পাটোয়ারী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, মোহন মিন্টু, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, মুজিবউল্লাহ তুষার, মো.নজরুল ইসলাম, নজরুল চৌধুরী, আলমগীর প্রমুখ।

বক্তারা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুনর্গঠনে সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান। তারা দাবি করেন দেশের বর্তমান পরিস্থিতিতে সকল দায়িত্বশীল গণমাধ্যমগুলো পরিপূর্ণ স্বাধীন। পাশাপাশি চট্টগ্রামের আর্থ সামাজিক উন্নয়ন ও পর্যটন সম্ভাবনাকে সরকারের কাছে তুলে ধরার মাধ্যমে আরো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন। সাংবাদিক নেতারা আরজেএ'র সার্বিক কল্যাণ কামনা করে সংগঠনকে আরো বেগবান করতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত মান উন্নয়নে আরো বেশি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহ্বান জানান।

ইফতার মাহফিলে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মতিন চৌধুরী রিপন, মো.ওমর ফারুক, রাজীব সেন প্রিন্স, ভুপেন দাশ, এম আর আমিন, রাহুল সরকার পলাশ, মো.জাহাঙ্গীর আলম, মিল্লাদ উদ্দিন মুন্না, মো.জাহিদুল ইসলাম, মাজাহার ইসলাম রানা, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, হুমায়ুন কবীর হিরু, সেলিম চৌধুরী, শেখ আব্দুল আওয়াল মুন্না, আশিক আরেফন, শেখ মোরশেদুল আলম, তৈয়ব চৌধুরী সহ প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram