ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪২
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৫

৭ দফা দাবিতে জয়পুরহাটে কৃত্রিম প্রজনন কেন্দ্রের এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জাতীয়করণ ও সম্মানজনক ভাতাসহ ৭ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের এ আই টেকনিশিয়ানরা।

রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় বাংলাদেশ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি জেলা শাখার ব্যানারে শহরের পাচুরমোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গোলাম মোস্তফা ও জেলা শাখার সদস্য আব্দুল হামিদ।

বক্তারা বলেন, আমরা প্রায় ২৫ বছর ধরে এ আই টেকনিশিয়ান হিসেবে কাজ করে আসছি। আমাদের কার্যক্রম হচ্ছে প্রতিটি ইউনিয়নে গরু, ছাগল, ভেড়া ও মহিষের কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের মাংসের চাহিদা পূরণ হয়। অথচ আমরাই আজ অবহেলিত। আমাদের না আছে বেতন, না আছে চাকরি। বিগত ৯ মাসের ভাতা বকেয়া রয়েছে। আমাদের ভাতা দ্রুত পরিশোধ করা হোক। এজন্য আমাদের জাতীয়করণসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান করছি। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram