চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
আজ রোববার বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সহ-সভাপতি মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, সনাক সদস্য সেলিনা বেগম, গোলাম ফারুক মিথুন, মোঃ ওয়ালিউল আজিম, মোঃ মজিবুর রহমান, সনাকের জেন্ডার বিষয়ক উপ-কমিটির আহবায়ক মোঃ এনামুল হক, ইয়েস সদস্য কুশল কুমার শীল, টিআইবি’র ইন্টার্ন-প্রোগ্রাম মোসাঃ নাজমিন খাতুন প্রমুখ।
মানববন্ধনে টিআইবি’র বিভিন্ন দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য ড. দীপালী রাণী দাস ও ইয়েস সদস্য মোঃ ইসরাফিল।
মানববন্ধনে নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণ ও সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়া ও বিচারের দাবি উত্থাপন করেন এবং টিআইবি’র ১১ দফা দাবি তুলে ধরেন।
মানববন্ধনটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম। মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, সনাক, ইয়েস সদস্য, এসিজি সদস্য, টিআইবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।