কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ইউনিয়নের চম্পাপুর গ্রামের চালিতাবুনিয়া ওই শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্কুল শিক্ষার্থীর নাম মনিরা আক্তার (১২)। সে চম্পাপুর গ্রামের সবুজ মোল্লার মেয়ে এবং চম্পাপুর নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেলে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী গ্রামের নানা বাড়িতে যায়। এরপর রাত সাড়ে ৯ টায় এক প্রতিবেশি নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।