মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে গড়া ওঠা তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মাটিরাঙ্গার নতুনপাড়া ও আদর্শগ্রাম এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক, বন বিভাগ কমকর্তা আতাউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর আদেশ মূলে জেলা প্রশাসক খাগড়াছড়ি’র নির্দেশনা অনুযায়ী উপজেলার তিনটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।