

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয় এখন তরমুজের বাজারে রূপ নিয়েছে। শেখ হাসিনা দেশত্যাগের পর, গত ৫ আগস্ট থেকে কার্যালয়টি জনশূন্য হয়ে পড়ে। পহেলা রমজান থেকে স্থানীয় ব্যবসায়ীরা সেখানে তরমুজ নামিয়ে পাইকারী বিক্রি শুরু করেছেন। সাধারণ মৌসুমী ব্যবসায়ীরা খোলা জায়গায় কেনা বেচায় সুবিধা জনক করছেন।
সোমবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের পিছনে রেলওয়ের জায়গায় অবৈধ দখল করে গড়ে তোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন পাইকারী ও খুচরা ক্রেতা এসে পছন্দমতো তরমুজ কিনছেন। প্রতি কেজি তরমুজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। নানান বয়সী ক্রেতারা পহেলা রমজান থেকেই এখানে স্বল্পমূল্যে তরমুজ কিনে স্বস্থি প্রকাশ করছেন। এখানে পাইকারী ও খুচরা দুইভাবেই কেনা যাচ্ছে। বিশাল পরিসরে এভাবে আওয়ামী লীগ কার্যালয়ে এখন জমজমাট তরমুজের হাট বসেছে, যেখানে সাধারণ মানুষ সুলভ মূল্যে তরমুজ কিনতে পারছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আাসার পরই রাজবাড়ী প্রেসক্লাবের পিছনে বাংলাদেশ রেলওয়ে হাসপাতলের রাস্তা ও রেলের কোয়ার্টার অবৈধভাবে দখল করে জেলা আওয়ামী লীগ অফিস তৈরি কপরে সেখানে পাকা দ্বিতল ভবনও গড়ে তোলা হয়। গত ৫ আগষ্ট সকাল পযর্ন্ত ওই অফিসে বসেই দেশবিরোধী সব রকম ফ্যাসিষ্ট পরিকল্পনা করা হয়। আওয়ামী শাসন আমলে ওই ভবন ছিল সুরক্ষিত। ওই অফিসের জমা করা ছিল ছাত্রজনতার পিটানোর জন্য লগি বৈঠা, ছিল অবৈধ অস্ত্রের ভান্ডার। এই সামনে দিয়েও সাধারন মানুষ কেউ হেটে যেতে পারত না। পরে ৫ আগষ্ট বিকালে বিক্ষুব্ধ জনতা ওই অফিস জ্বালিয়ে দেয়। পরে ৬/৭তারিখ থেকে আওয়ামী লীগ অফিস মানুষের মুত্র ত্যাগের নিরাপদ জায়গায় পরিণত হয়।

