

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ আইচা থানা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও চর আইচা রব্বানীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপালের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
রবিবার (২ মার্চ) সন্ধা ৬ ঘটিকার সময় চর মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা থানা সংলগ্নে দক্ষিণ চর আইচা রব্বানীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ও দক্ষিণ আইচা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার হেলালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এসময় ভাঙচুরে বাঁধা দিতে গেলে পিটিয়ে আহত করা হয় দুইজনকে।
এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যা ৬ ঘটিকার সময় ৭ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ভুক্তভোগী প্রিন্সিপাল আবুল বাশার হেলালী জানান, রবিবার সন্ধা ৬টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পতিত আওয়ামী লীগ নেতা বাদশার নেতৃত্বে সন্ত্রাসী আবুল কালাম আলাউদ্দিন (৪৫), চিহ্নিত সন্ত্রাসী কামাল (৪০), জসিম (৩০), জাহাঙ্গীর (৫০) সহ চিহ্নিত ৭/৮ জন সন্ত্রাসী আমার বাড়ি ঘরে হামলা করে।
এ ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী প্রিন্সিপাল আবুল বাশার হেলালীর পরিবারের সকল সদস্যরা। এ বিষয়ে দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ এরশাদুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

