তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে গুণী সান্নিধ্যে মতবিনিময় ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ ফেব্রুয়ারি)সকালে উপজলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডাঃ ননী ভূষন তালুকদার।
এসময় আরও বক্তব্য রাখেন,বুলচাঁন উচ্চ বিদ্যালয়ের নুরুল আবেদিন,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে,বিকাশ তালুকদার,ক্রিড়া শিক্ষক আব্দুস শহীদ,সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল মা গন উপস্থিত ছিলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা গুলো বলেন। পরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।