এম এ জলিল সরকার, পার্বতীপর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর-সৈয়দপুর সড়কের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ করাখানার (কেলোকা) শেষ সীমানা পুরাতন পুলিশ বক্স সংলগ্ন সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইক সংঘর্ষে তৈয়ব আলী (৪৫) নামে এক যাত্রী ঘটনাস্থালে নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের অপর ৫ যাত্রী। তাদেরকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে। আহতদের মধ্যে লাল মিয়া ও ফাহিম ইসলামের অবস্থা আশংকাজনক। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ হারুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তৈয়ব আলীর বাড়ি লালমনির হাট জেলার হাতিবান্ধার দোয়ানিয়া গ্রামে। সে পার্বতীপুর রেলওয়ে পাওয়ার হাউজ কলোনিতে বসবাস করত। তার পিতার-নাম হানিফ আলী। আহতরা হলেন- রুবিনা (৪০), ফাতেমা আক্তার (৫০), লাল মিয়া(৫০), নুর আলম (৩৫), ফাহিম ইসলাম (৩৫)। অটোরিকশার ড্রাইভার ছিল নুর আলম। এ ঘটনায় ঐ স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
স্থানীয় ও প্রত্যক্ষ দর্শীরা জানান, বিকেল ৪ টার দিকে সৈয়দপুর থেকে পার্বতীপুরমুখী সেনাবাহিনীর একটি পিকাপভ্যানের সাথে বিপরীত মুখী একটি ইজিবাইকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন ইজিবাইকের যাত্রী তৈয়ব আলী নিহত হন এবং অপর ৫ জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদেরকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে সেনাবাহিনী তাৎক্ষনিক কিছু বলতে চাননি।