ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৫২‘র ভাষা শহীদের স্বরণে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট থানা, উপজেলা কৃষি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, সরকারি বিভিন্ন দপ্তর সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ ছাড়াও ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন দলীয় ও সামাজিক সংগঠন তাদের স্ব-স্ব স্থানের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।