চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জুলাই অভ্যত্থানের হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চিলমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) অপারেশন ডেভিল হান্ট চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ নিয়ে উপজেলায় মোট ৯জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট চালিয়ে পতিত আওয়ামী লীগের অংগ সংগঠণ নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ফ্যাসিস্ট সাজেদুল ইসলাম কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। সাজেদুল উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা পাত্রখাতা ফুটব্রীজ এলাকার আইনুল হক মোল্লার ছেলে।
ওসি মুশাহেদ খান জানান, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।