এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ভূ-গর্ভস্থ কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ বড়পুকুরিয়া কয়লাখনি পার্শ্ববর্তী ১২ গ্রামের কয়েকশ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা ৬ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে। বড়পুকুরিয়া কয়লাখনির খনিগ্রস্থদের দাবি বাস্তবায়ন কমিটি বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে খনি গেটে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের নতুন এ কর্মসূচি শুরু করে।
তাদের দাবিগুলো হচ্ছে- খনি গর্ভে বিস্ফোরক ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত বাড়ী ঘরের ক্ষতি পূরণ প্রদান, ক্ষতিগ্রস্থ এলাকার রাস্তঘাট সংস্কার ও মেরামত, ক্ষতিগ্রস্থ এলাকার বেকার ছেলে-মেয়েদের যোগ্যতা অনুযায়ী খনিতে কর্মসংস্থানের ব্যবস্থা, এলাকায় সুপেয় পানির ব্যবস্থা, কয়লা বিক্রির লভ্যাংশ থেকে খনি এলাকার অধিগ্রহণকৃত জমির সাবেক মালিকদের ৫% হারে উৎপাদন বোনাস প্রদান ছাড়াও বড়পুকুরিয়া খনি এলাকাকে মাইনিং সিটি ঘোষণা করে ক্ষতিগ্রস্থদের উন্নত মানের বাসস্থানের সংস্থান করা ইত্যাদি।
অবস্থান ধর্মঘট চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা জানান, ২০১৬ সাল থেকে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা এসব দাবি আদায়ের জন্য মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ আন্দোলনের নানা কর্মসূচি পালন করে আসছে। এ নিয়ে খনিকর্তৃপক্ষ একাধিকবার ক্ষতিপূরণের আশ্বাস দিলেও দাবি পূরণে তালবাহানা করে আসছেন। এ জন্য আজকে আমরা খনির প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছি, দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে। এ জন্য আমরা খনি গেটে প্রয়োজনে ২৪ ঘন্টা, ১ সপ্তাহ, ১ মাস, ২ মাস এমনকি, ৬ মাস পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুর রহমান বাচ্ছু, সাধারণ সম্পাদক আল মাহমুদ, সহ সভাপতি রবিউল ইসলাম ও সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।