গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে সড়কপথে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও গাড়ির কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১০টি মামলায় মোট ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।