ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ ১০ জনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের চিনারচর বাজার থেকে চিনার গ্রামের মরহুম কুমর মন্ডলের ছেলে সক্রিয় ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কফিল উদ্দিন মন্ডলকে আটক করে পুলিশ।
বুধবার দিবাগত রাতে এসআই সোহেল রানার সঙ্গীয় ফোর্স আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক উদ্ধার ও জুয়া প্রতিরোধ নিবারণের লক্ষ্যে গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর এলাকায় অভিযান চালিয়ে শেরপুর শ্রীবরদী থানার লক্ষীডাংরী এলাকার শাহিন (৪২), ফারুক আহম্মেদ লাভলু, ইসলামপুর উপজেলার ফুলকাচর গ্রামের মাসুদ (৪২), আক্কাস (৩৪), বিশু মিয়া (৫০), উকিল (৪৫) সহ ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে। এছাড়াও বুধবার দিবাগত রাতে পুলিশ খালিদ বিন আজিজ নামে সাজাপ্রাপ্ত একজন এবং আব্দুল হক নামে একজন ওয়ারেন্টের আসামিকে আটক করেছে।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, বিশেষ অভিযানে ওয়ারেন্টের আসামিসহ আটককৃতদের জুয়া, নাশকতাসহ বিভিন্ন অভিযোগের পৃথক পৃথক মামলায় বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।