জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মাদক মামলায় জামাল উদ্দিন (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সে সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের এনামুল হকের ছেলে। পুলিশ জানায়, ২০১৯ সালে একটি মাদক মামলায় তার বিরুদ্ধে এক বছরের সাজা ও এক হাজার টাকা জরিমানা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে চট্টগ্রামের ভুজপুর থানার হোয়াকো বাজার থেকে শনিবার রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।