ঢাকা
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৫

গৌরীপুর জংশন স্টেশনের ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন যাবৎ অচল

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন যাবৎ অচল হয়ে পড়ে আছে। ফুটওভার ব্রিজের কয়েকটি সিঁড়ি ভেঙে মাটিতে পড়ে যাওয়ায় এটি অচল হয়ে যায়। এতে করে যাত্রী সাধারণ ফুটওভার ব্রিজটি দিয়ে প্লাটফরম পারাপার হতে পারেছেনা। ফলে বাধ্য হয়েই তাঁদের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে প্লাটফরমে যেতে হয়।

স্থানীয়রা জানান, সিঁড়ি ভেঙে যাওয়ায় ফুটওভার ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। বিশেষ করে যখন প্লাটফরমে একাধিক ট্রেন থাকে তখন যাত্রীরা ঝুঁকি নিয়ে ট্রেনের বগির ফাঁক দিয়ে ও রেললাইনের ওপর দিয়ে মালামাল সহ পারাপার হতে হয়। দ্রুত ফুটওভার ব্রিজটি সংস্কার করা প্রয়োজন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৮৮২ সালে গৌরীপুর রেলওয়ে জংশন প্রতিষ্ঠিত হয়। প্রতিদিন এই স্টেশন হয়ে ৩টি আন্তঃনগরসহ, মেইল, কমিউটার ও লোকাল সহ ৩২টি ট্রেন চলাচল করে। স্টেশনে ট্রেন চলাচলের জন্য ছয়টি লাইন রয়েছে। এরমধ্যে তিনটি লাইনে নিয়মিত ট্রেন চলাচল করে।

সরেজমিনে দেখা যায়, গৌরীপুর জংশনের পূর্বপাশে চার নম্বর লাইনের পাশ থেকে শুরু হওয়া সিঁড়িযুক্ত ফুটওভার বিজ্রটি শেষ হয়েছে পশ্চিমপাশে মূল প্লাটফরমে গিয়ে। এরমধ্যে চার নম্বর লাইনের পাশে ফুটওভার ব্রিজের প্রথম ধাপের সিঁড়িগুলো (স্ল্যাব) ভেঙে পড়ে গেছে। সিঁড়ির পলেস্তার খসে পড়ে যাচ্ছে। বেরিয়ে এসেছে রড। জং ধরেছে লোহার রেলিংয়ে। ভাঙ্গা ফুটওভার ব্রিজের প্রবেশপথে কোন ধরণের নিষেধাজ্ঞা ও সর্তকতা বানী নেই। তাই অনেক সময় ট্রেনযাত্রীরা মালামাল নিয়ে প্লাটফরমের পশ্চিমপাশ থেকে ফুটওভার ব্রিজ পারাপার হতে গিয়ে ভাঙা সিঁড়ির কারণে পূর্বপাশে নামতে পারেনা। তাদের আবার ঘুরে আসতে হয়।

পৌরসভার উক্ত ওয়ার্ডের একজন সাবেক কাউন্সিলর বলেন, প্রায় বারোবছর ধরে ফুটওভার ব্রিজটি অকেজো অবস্থায় পড়ে আছে। এটি সংস্কার করার জন্য আমরা স্টেশন মাস্টার সাহেবকে জানিয়েছি। কিন্ত সংস্কার না হওয়ায় ট্রেন যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ফুটওভার ব্রিজটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। রেলওয়ে সংশ্লিষ্ট বিভাগ স্টেশন পরিদর্শন করে ফুটওভার ব্রিজটি দেখে গেছেন। আশা করছি পদক্ষেপ নেয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram