ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ৪৮ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে মাওলানা তোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, রবিবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর মধ্যপাড়া গ্রামের (আরফান হাজ্বী) কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দীর্ঘ ৪৮ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে মাওলানা তোফাজ্জল হোসেনকে মসজিদ উন্নয়ন কমিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আপেল মাহমুদ, মুফতি মাহদী হাসান তালুকদার, মুফতি জহিরুল ইসলাম, ফসিউর রেজা, আবু ইউসুফ, মুফতি মুজাম্মেল মাহমুদ, মো. আনিসুর রহমানসহ স্থানীয় মুসল্লিগণ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল মুনসুর মেম্বার।