আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে তারুণ্যের উৎসব বিষয়ে কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রধান বিষয় ছিল তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নওগাঁ মোঃ সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলম, সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন, আত্রাই থানার ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, মনজুরুল ইসলাম, নাজিম উদ্দিন, সম্রাট হোসেন, মামুনুর রশীদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ সম্রাট, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার সরকার প্রমুখ।