ঢাকা
৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০২
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৫

বেবিচকে ICAO স্বীকৃতি ফলক হস্তান্তর ও প্রশিক্ষণ কোর্স সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠিত

আজ ১৭ এপ্রিল ২০২৫ তারিখে সিভিল এভিয়েশন একাডেমির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে ICAO Trainair Plus Gold Membership-এর স্বীকৃতির Plaque (ফলক) হস্তান্তর অনুষ্ঠান ও ICAO কর্তৃক আয়োজিত (ICAO Training Instructors Course (TIC), ICAO Training Managers Course (TMC), ICAO Over-sight of Competency-Based Training Course (OCBT) ও ICAO Personal Licensing Sys-tem Course (PEL) ৪টি কোর্সের সফল সমাপ্তির পর অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটি বেবিচক এর সদরদপ্তরস্ত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, চারটি কোর্সের মধ্যে দুটি কোর্স পরিচালনা করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী এবং দুটি কোর্স পরিচালনা করেন ICAO এর সিনিয়র ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হাম্মাদী।

এই অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমিকে বেবিচকের চেয়ারম্যান কর্তৃক ICAO Trainair Plus Gold Membership-এর স্বীকৃতির সার্টিফিকেট (সনদ) ও Plaque (ফলক) হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সিভিল এভিয়েশন একাডেমি ২০২৫ এর জানুয়ারিতে ICAO Trainair Plus SILVER ক্যাটাগরি থেকে ICAO Trainair Plus GOLD MEMBER এ উন্নীত হয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশের পক্ষে একটি বড় অর্জন, যা একাডেমিকে আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে মর্যাদায় উন্নীত করে। উল্লেখ্য যে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ১৮টি ICAO প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশীয় অংশগ্রহণকারী ছিলেন ২১১ জন এবং বিদেশি অংশগ্রহণকারী ছিলেন ৩০ জন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ও সভাপতির আসন অলংকৃত করেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি। এছাড়া আরও উপস্থিত ছিলেন বেবিচকের অন্যান্য সদস্যগণ, প্রধান প্রকৌশলী এবং ICAO এর সিনিয়র ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হাম্মাদী সহ বেবিচক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী।

প্রধানি অতিথি তার বক্তৃতায় বলেন, সিভিল এভিয়েশন একাডেমি কর্তৃক ICAO TRAINAIR PLUS Gold Membership অর্জন আমাদের জন্য একটি গর্বের বিষয়, যা বাংলাদেশের বিমান প্রশিক্ষণে আন্তর্জাতিক মানের স্বীকৃতি এনে দিয়েছে। এটি একাডেমির কর্মকর্তাদের নিষ্ঠা, পরিশ্রম ও দক্ষতার ফল। তিনি বলেন, এই স্বীকৃতির মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। ভবিষ্যতে ICAO-এর প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের জনবলের দক্ষতা আরও বাড়াতে হবে। বেবিচক চেয়ারম্যান একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন ধরে রাখার আহ্বান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram