ঢাকা
১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

পাথর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি

পাথর আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রভাব পড়ছে রেডিমিক্স কংক্রিট খাতে। এতে পাথর আমদানিতে ব্যয় বেড়েছে প্রতি টনে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। ফলে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেও খরচ বেড়েছে প্রতি ঘনফুটে ২৫ থেকে ৩০ টাকা। আমদানি ব্যয় বাড়লেও কয়েকটি রেডিমিক্স কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বাস্তবতায় মানসম্পন্ন অবকাঠামো নির্মাণে পাথর আমদানিতে আরোপিত সম্পূরক শিল্প প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশন (বিআরএমসিএ)।

বর্তমানে দেশের স্থাপনা নির্মাণ রেডিমিক্স কংক্রিটনির্ভর। পরিবেশবান্ধব, সময় সাশ্রয়ী ও টেকসই বিবেচনায় নির্মাতাদের কাছে এটি যথেষ্ট গ্রহণযোগ্য। ১৯৯০ সালে বাণিজ্যিকভাবে শুরু হওয়া ঊর্ধ্বমুখী বাজার চাহিদার এ খাতে অল্প সময়ে বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। বর্তমানে এই খাতে ২২টি কোম্পানি রয়েছে। কংক্রিটের শক্তি নির্ভর করে ডিজাইন, সিমেন্ট, পাথর, বালু এবং পানির গুণগতমানের ওপর। এগুলো ঠিকঠাক মতো না হলে কংক্রিটের শক্তি অনেক কমে যায়। খাত সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মেগা প্রকল্পসহ অধিকাংশ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ও বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে রেডিমিক্স কংক্রিট খাতে ধস নেমেছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মেগা প্রকল্পসহ রাষ্ট্রীয়ভাবে সব ধরনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে।

এ পরিস্থিতির মধ্যেই ৯ জানুয়ারি পাথরসহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পাথর আমদানিতে ব্যয় বাড়ায় রেডিমিক্স কংক্রিট প্রস্তুতের ব্যয়ও বেড়েছে। তবে কতিপয় কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে।

এ খাতের একাধিক উদ্যোক্তা জানান, দেশের চলমান অস্থিরতার কারণে এমনিতেই আবাসন অবকাঠামো খাতে নির্মাণকাজ কমে গেছে। যার কারণে ক্ষতির মুখে আছে রেডিমিক্স কংক্রিট খাত। টিকে থাকার জন্য আবার অনেকেই দাম না বাড়িয়ে কোয়ালিটিতে ছাড় দিয়ে ব্যবসা চলমান রেখেছে। নিম্নমানের পণ্য ব্যবহারে গড়ে ওঠা স্থাপনায় ঝুঁকি তৈরি হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের সচিব সুভ্রজিৎ দাস গুপ্ত বলেন, পাথর আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় রেডিমিক্স কংক্রিট কোম্পানিগুলোর খরচ বেড়ে গেছে। ইতোমধ্যে ব্যবসা-বাণিজ্যে যার নেতিবাচক প্রভাব পড়েছে। সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একাধিক আবেদন দেওয়া হয়েছে। আশা করছি, এনবিআর বিষয়টি দ্রুত সময়ের মধ্যে বিবেচনা করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram