সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কারখানাটি বিষাক্ত বর্জ্য সরাসরি পাহাড়ি ছড়ায় ফেলে দেওয়ায় কৃষিজমি, জলজ প্রাণী ও গবাদিপশুর মারাত্মক ক্ষতি হচ্ছে।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের কোম্পানীর প্রধান ফটকের সামনে রাজাপাড়া ও বাদে-আলিশা এলাকার শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, গ্রামবাসী মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া ও আল-আমিনসহ অনেকে।
বক্তারা বলেন, কারখানার তরল বর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি পার্শ্ববর্তী পাহাড়ি ছড়ায় ফেলায় এলাকার কৃষি, জলজ প্রাণী ও পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। এছাড়া, জনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা এ কারখানায় দিনরাত মেশিন চালানোর শব্দে শব্দ দূষণের শিকার হচ্ছেন গ্রামবাসী। অনেকেই এতে অসুস্থ হয়ে পড়ছেন।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩০ মে’র মধ্যে প্রতিকার না মিললে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনের সময় কারখানার মূল ফটকে তালা লাগানো দেখা যায়। দায়িত্বশীলদের বক্তব্য জানতে মানববন্ধনে অভিযোগের বিষয়ে সাংবাদিকরা ভেতরে ঢোকার চেষ্টা করলে কর্তব্যরত নিরাপত্তাকর্মী জানান, ভেতরে কেউ নেই, পরে যোগাযোগ করার কথা জানান, এবং যোগাযোগের জন্য কোনো ফোন নম্বরও দেওয়া হয়নি।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘‘অভিযোগের বিষয়টি শুনেছি। দ্রত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মাহিদুল ইসলাম জানান, “এই কোম্পানির বিষয়ে আমাদের কাছে ইতিবাচক প্রতিবেদন রয়েছে। তারা পুরাতন প্লাস্টিক বোতল পরিষ্কার করে মেশিনে তুলা তৈরি করে, কোনও রাসায়নিক ব্যবহার করে না। তবু যদি বর্জ্য ফেলার অভিযোগ থেকে থাকে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”