মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় আইকনিক পরিবহনের এসি বাসের ধাক্কায় ও চাপায় দুই পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় ও পৌর বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকনিক পরিবহনের একটি এসি বাস সাইট বক্সের ডালা খোলা থাকায় দ্রæতগতিতে যাওয়ার সময় ফাঁসিয়াখালী রাস্তার মাথায় ধাক্কা লাগে আব্দুল মালেক (৩৫) নামে এক পথচারীকে। ওইসময় মারাত্মক আঘাত পেয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবদুল মালেক চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
অন্যদিকে একই বাসটি পৌর বাসটার্মিনালের কোচপাড়া রাস্তার মাথায় এলে কিসেন মার্কেটের দারোয়ান জাফর আলমকে (৫৫) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।