হাতিয়া উপজেলা (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়ায় দুর্ধর্ষ ডাকাত রব বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে অস্রসহ আটক করেছে কোস্ট গার্ড।
এসময় ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২রাউন্ড তাজা কার্তুজ এবং ২টি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
সোমবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
এক প্রেস রিলিজে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর হাতিয়ার টাংকির ঘাট এলাকায় দুর্ধর্ষ রব বাহিনীর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমূদ্রগামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলণ, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বিসিজি স্টেশন হাতিয়া এবং নৌ-পুলিশের সমন্বিত অভিযানে টাঙ্কির ঘাট এলাকা থেকে ডাকাত রব বাহিনীর প্রধান আব্দুর রব এর বাড়ি তল্লাশী করা হয়। এসময় ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২রাউন্ড তাজা কার্তুজ, ২ টি দেশীয় অস্ত্রসহ ৩ জন দুর্ধর্ষ ডাকাত সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ মোস্তফা (৫০), মোঃ মিরাজ (৪৫) ও মোঃ সবুজ (৪২)। তারা সবাই নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন টাংকির ঘাট এলাকার বাসিন্দা বলে জানান মিডিয়া কর্মকর্তা। সন্ত্রাস দমনে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।