যশোর প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে যশোর শহরের তিনটি খাবারের প্রতিষ্ঠান ‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অভিযোগ উঠে আসে।
রেলরোডের ‘কাচ্চি ভাই’-এ স্যানিটেশন ঘাটতি ও খাদ্য সংরক্ষণের অনিয়ম, ‘জনি কাবাব’-এ রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও গ্যাস সিলিন্ডার থাকার ঝুঁকি এবং ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র গোডাউনে মিষ্টির গামলা রাখা হয় ময়লার পাশে—এমন নানা অসংগতির কারণে প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে মামলা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম।
অভিযানে আরও অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান ও স্যানেটারি ইন্সপেক্টর নাজনীন নাহার।