মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ৩ টায় মিরসরাই পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেতার নাম জাহাঙ্গীর আলম প্রকাশ হোসাইন রিয়াদ (২৬)। সে মিরসরাই কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিল এবং সে মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জরিপ আলী টেন্ডল বাড়ির কামরুল হাসানের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’