রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলা মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ১/ফেরদৌস সিকদার, ২/মো:পেটান, ৩/মো:মকছুদুর রহমান,ও ৪/ মো: ফেন্টু বিরোধে জোরপূর্বক জায়গা জমি দখল ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতকানিয়া একটি রেস্টুরেন্টে (২২মার্চ) শনিবার দুপুর ১ টায় সংবাদ সম্মেলন করেন একই এলাকার আহমদুর রহমানে ছেলে ফখরুল ইসলাম গং ।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমার মামাতো ভাইদের সাথে আমাদের পৈত্রিক ও নানার সম্পত্তি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। ইতিপূর্বে উপরোক্ত ১. ৩ ও ৪নং বিবাদীদের পিতা আমার পৈত্রিক জায়গা জাল-জালিয়াতির মাধ্যমে দলিল সৃজন করে উক্ত জায়গা অন্য জনে কাছে বিক্রয় করে দেন । পরবর্তীতে আমরা বিষয়টি জানার পর উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। বর্তমানে চলমান আছে। আমার নানা মৃত্যুবরণ করার পর আমার নানার সম্পত্তি সমান ভাগে ভাগ বন্টন না করলে। আমি প্রায় সময় আমার নানার সম্পত্তি ভাগ বন্টন করা জন্য এবং আমার মায়ের প্রাপ্ত অংশ বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু উপরোক্ত ১, ৩ ও ৪নং বিবাদীগণ আমাকে আমার মায়ের প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে নানাবিধ অজুহাত দেখিয়ে দীর্ঘদিন যাবৎ কালক্ষেপণ করতে থাকেন। আমি ঘটনার বিষয়ে আমাদের এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিচার দিলেও বিবাদীগণ স্থানীয় কোন বিচার মেনে নাই। উক্ত ২নং বিবাদী আমার মামার নিকট হইতে আমার পৈত্রিক জায়গা জাল দলিলের মাধ্যমে ক্রয় করার বিষয়টি জানাই এবং আমার পৈত্রিক জায়গার দখল আমাদের কে বুঝিয়ে দেওয়ার জন্য বলিলেও উক্ত ২নং বিবাদী আমাদের কথা কর্ণপাত না করে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে। পরবর্তীতে উপরোক্ত বিবাদীগণ পরস্পর যোগসাজশে প্রতিনিয়ত জায়গার বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আমার। সাথে ঝগড়া বিবাদ করে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে আসতেছে। উপরোক্ত ১নং বিবাদী আমাদের সাথে বৈঠক করবে বলে গত (১৫জানুয়ারী) আমাকে ১নং বিবাদীর বাড়ীতে নিয়ে যায়। বৈঠকে আমার বড় ভাই নজরুল ইসলাম সিকদার উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন সময়ে উক্ত ১নং বিবাদী উত্তেজিত হয়ে আমাকে সকলের সামনে জুতা দ্বারা মারধর করেন আমাকে অপমান করে। পরবর্তীতে গত (৬মার্চ) বিকাল ৫ টার দিকে আমি মোটরসাইকেল যোগে দেওদীঘি বাজার থেকে নিজ বাড়ীতে যাওয়ার সময়, বাংলা ক্লাবের সামনে আসলে উপরোক্ত বিবাদীগণ আমাকে পূর্ব বিরোধের জের ধরে আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে মারধর করার চেষ্টা সহ আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। আবার (১৮মার্চ) সকাল ৯টার দিকে বাংলা ক্লাবের সামনে আমার মোটর সাইকেল গতিরোধ করে, ১নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে ঘুষি মারেন উক্ত মুষি আমার ঘাড়ের মধ্যে লাগলে বেদনাদায়ক ফুলা জখম হয়। ঐসময় অন্যান্য বিবাদীগণও আমাকে মারধর করার জন্য ধাওয়া করলে আমি প্রাণ রক্ষার্থে দ্রুত মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে চলে আসি। বতর্মান আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা উপদেষ্টার ও প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই। আমাদের সম্পত্তি গুলো ফেরত চাই।