জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন তুরান হত্যার ঘটনার বিচার দাবি ও খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে উপজেলার কাজিরহাট বাসষ্টান্ডে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কুশোডাঙ্গা ইউনিয়নের ছাত্রদল নেতা মিজানুর রহমান মিথুন, আবুজাফর গিফারী, আসাদুল্লাহ আল গালীব, সজীব হোসেন, ওমর আলী রিফাত, শামীম হোসেন, আসানুর, আব্দুর সামাদ, সাব্বির, সজীব, রাকীব সহ কুশোডাঙ্গা ইউনিয়নের ৮, ৯ ও ১০ নং ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ-২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করে আইনি সোপর্দ করার দাবি জানান। পরে কাজিরহাট বাজারে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তুরান উপজেলার কাজীরহাট বাজারের মাংস ব্যবসায়ী মনিরুল ইসলামের দোকানে পাওনা টাকা চাইতে যান। এসময় মনিরুল টাকা দিতে টালবাহানা শুরু করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাজারের লোকজন এসে তাদের থামিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর তুরানের দোকানের সামনে গিয়ে ইট দিয়ে তুরানের মাথায় আঘাত করেন মাংস ব্যবসায়ী মনিরুল। এতে তুরান গুরুতর জখম হন এবং মাটিতে পড়ে যান। বাজারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি হাসপাতালে স্থানান্তর করে মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে বাড়ি আসার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়।