রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তারের জেরে ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালকের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উভয় পক্ষ থেকে ছয়জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন- আয়ুব আলী, নাছির উদ্দিন, মো. আরিফ, কোরবান আলী, আবুল কালাম ও জানে আলম। জানে আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আয়ুব আলীকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানীহাট-বান্দরবান সড়ক ও সাতকানিয়া-বাঁশখালী সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার আলাদা দুটি সমিতি রয়েছে। দুই সমিতির অটোরিকশা কেরানীহাট এলাকায় আলাদা দুটি জায়গায় গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করে। দুই সমিতির সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুর একটার দিকে কেরানীহাট-বান্দরবান সড়কে চলাচলকারী একটি অটোরিকশাকে যানজট সৃষ্টির দায়ে লাঠি দিয়ে আঘাত করেন সাতকানিয়া-বাঁশখালী সড়কে চলাচলকারী অটোরিকশার একজন লাইনম্যান। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের চালকদের মধ্যে কথাকাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
কেরানীহাট-বান্দরবান সড়কে চলাচলকারী অটোরিকশা চালক কালাম জানান, ইচ্ছে করে তাঁরা বিবাদ সৃষ্টি করেছেন। আমাদের চালকদের মারধর করেছেন। সাতকানিয়া-বাঁশখালী সড়কে চলাচলকারী অটোরিকশা চালক সমিতির সভাপতি আরিফুল ইসলাম বলেন, সড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করায় আমাদের একজন গাড়িটি সরিয়ে নেয়ার জন্য বলেছিল। এতে তাঁরা দলবদ্ধ হয়ে আমাদের চালকদের উপর হামলা করেছেন। তাদের হামলায় আমাদের ছয় সাতজন আহত হয়েছেন।
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. খাইরুল হাসান জানান, আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো কোনো পক্ষ থানায় লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।