মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে আনোয়ার (২০) নামের এক বখাটে কে আটক করেছে মদন থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে জেলার কেন্দুয়া উপজেলার গুগবাজার নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
বখাটে আনোয়ার মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে। এ ঘটনায় মেয়ের চাচা বাদী হয়ে বুধবার মদন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। জীবিকার তাগিদে মেয়েটির মা চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ করেন। মেয়েটি বাড়িতে তার স্বজনদের কাছে থেকে লেখাপড়া করে। স্বজনদের অভিযোগ, মাদরাসায় আসা-যাওয়ার পথে ওই মেয়েটিকে বখাটে আনোয়ার প্রায় সময় কুপ্রস্তাব দিত। গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘর থেকে বের হলে বাড়ির বাইরে ওঁৎ পেতে থাকা আনোয়ার মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই মেয়েটির চাচা পুলিশকে অবগত করে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলার গুগবাজার নামক স্থান থেকে বখাটে আনোয়ারকে আটক করে মেয়েটিকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ারকে আটক করে বুধবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার মেয়ের চাচা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেছেন।