হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ১০ বছরের এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে বলাৎকারের চেষ্টায় একজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার গৌরীপুর বাজারের বঙ্গ মার্কেটের জহিরের মালিকাধীন দোকানের ভাড়াটিয়ার গোডাউনের ভিতর নিয়ে টাকার প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টা করে। এই ঘটনায় মো. সুমন মিয়া (২৭) কে আটক করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃত সুমন উপজেলার রামনগর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শিশুকে বলাৎকারের চেষ্টাকালে স্থানীয়রা বিষয়টি দেখে ফেলে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বলাৎকারকারী সুমন মিয়াকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশু বলৎকারের চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।