জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ১১ বছরের এক শিশুকে যৌন নিপিড়নের মামলায় কামাল উদ্দিন (৫৫) নামে এক আ.লীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। সে আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি, চরলামছি গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে এবং কমাণ্ডার বাজারের মুদি দোকানি।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে এক শিশু তার দোকানে চিপস কিনতে যায়।সেখানে অন্য কোনো লোকজন না থাকায় কামাল উদ্দিন শিশুটিকে দোকানের ভিতর নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। পরবর্তীতে তার দোকানের সামনের রাস্তায় কিছু পথচারী আসতে দেখলে সে শিশুটিকে ছেড়ে দেয়। বাড়িতে ফিরে বিষয়টি শিশু তার পিতা-মাতাকে অবগত করিলে তারা বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তাকে নিজ বাড়ি থেকে শনিবার দুপুরে আটক করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।