দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর এর আওতাধীন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ২নং ওয়ার্ড সাজেক পর্যটন এলাকার ত্রিপুরা কমিউনিটি সেন্টার সংলগ্ন বটতলায় এ সকল সহায়তা বিতরণ করেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি।
সহায়তা বিতরণকালে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, ‘সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের সহায়তা অব্যহত থাকবে।’
এ সময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।
সম্প্রতি সাজেকে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২টি লুসাই ও ত্রিপুরা পারিবারের মাঝে গৃহস্থালি আসবাবপত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বিজিবি‘র খাগড়াছড়ি সেক্টর।
উল্লেখ্য, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র। এই আগুনে সেখানকার অন্তত শতাধিক রিসোর্ট, দোকান, রেস্তোরাঁ ও বসতঘর পুড়েছে। আগুনের তীব্রতা এতটাই প্রবল ছিল, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছতে অনেক সময় লেগে যায়। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার, শর্টসার্কিট কিংবা সিগারেট থেকে আগুন লাগতে পারে।