সৈয়দ এম এ বাসার, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০.৩০ টার সময় পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজেস্ট্রিট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক (উপসচিব) স্হানীয় সরকার খাগড়াছড়ি জেলার নাজমুন আরা সুলতানা, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, জামায়াত সভাপতি মোঃ জাকির হোসেন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ।
প্রধান অতিথি বিভিন্ন প্রশ্নের উত্তরে পানছড়ি টু খাগড়াছড়ি সড়কের ও বিভিন্ন সমস্যা সমধানের আশ্রাস দেন।