তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা তিতাস উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সওদাগর এবং জাজাসের আহ্বায়ক সামির হোসেন এর বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে মানববন্ধন করে মিথ্যা অপপ্রচার করায় ক্ষমা চাইলেন স্থানীয় ড্রেজার ব্যবসায়ী আনিছুর রহমান ও তার সহযোগীরা।
শনিবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজারে এক সংবাদ সম্মেলনে মো. আনিছুর রহমান বলেন, ‘গত ৩ মার্চ মানববন্ধনের মাধ্যমে তিতাস উপজেলার বিএনপি আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, জাজাসের আহ্বায়ক সামির হোসেন ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মহারাজের বিরুদ্ধে রাগে এবং অন্যের প্ররোচনায় মিথ্যা অপপ্রচার করায় তাদের সম্মান ক্ষুন্ন হওয়ায় আমি দলের নেতাদের ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।'
এসময় সংবাদ সম্মেলনে মিথ্যা অপপ্রচারকারী অন্যান্যরা উপস্থিত ছিলেন।