শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে মো. শহিদ মিয়া নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদ উজানীগাঁও গ্রামের হাতিম উল্লাহ্’র ছেলে ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, আইনী প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করেছি৷আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উপজেলায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।